স্বনামধন্য দৈনিক পত্রিকা ডেইলি স্টার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পত্রিকাটি ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিএ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে এইচআরএম থেকে এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তিন বছর এইচআর ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাঁদের পূর্ণ জীবনবৃত্তান্ত ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, দি ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫’ অথবা hr@the dailystar.net- এই ঠিকানায় ই-মেইল করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ২২ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।