‘বিয়ের কনে লাজুক’ এই ভাবনা আর নয় (ভিডিও সহ)

ভারতে বিয়ের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ইউটিউবে আপলোড করার পর এই ভিডিওটি সবাইকে চমকে দিয়েছে এবং ৬০ লাখেরও মানুষ দেখেছে কনে আমিশা ভারদোয়াজের বিয়ের এই অভিনব ভিডিওটি।
এতে দেখা যাচ্ছে বিয়ের কনে মিস ভারদোয়াজ তার বান্ধবীদের সাথে নিয়ে কখনে বিয়ের পোশাকে আবার কখনো হাফপ্যান্ট ও ব্লাউজ পরে নাচছেন, ঠোঁট মেলাচ্ছেন গানের সাথে।
বলা হচ্ছে, ভারতে বিয়ের ভিডিওতে কনের লাজুক ভঙ্গিতে বসে থাকার ইমেজ যে বদলে যেতে শুরু করেছে এই ভিডিওটি তারই প্রমাণ।
“আমি খুব অবাক হয়েছি যে আমার ভিডিওটা এভাবে ভাইরাল হয়েছে। এটা বিয়ের দিন একজন কনের সাধারণ মজা করার একটা ভিডিও ছিল। যেটা অস্বাভাবিক কিছু না”- বলছেন আমিশা।
যদিও গান পছন্দ ও আমিশার পোশাক নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
“বিয়ের কনে লাজুক হবে এই যে সামাজিক একটা প্রচলিত ধ্যানধারণা আছে সেটা ভেঙে দিয়েছে আমার ভিডিওটি। সমাজের ধারণা বিয়ের কনে চুপচাপ থাকবে , নাচতে পারবেনা , এমন পোশাকও পরতে পারবে না যেটা আমি পরেছি।”