চট্টগ্রাম বন্দরের উন্নয়নে আগামী ১০০ বছরের রূপরেখা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মেলা পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, নৌসচিব আবদুস সামাদ।
এনবিআর চেয়ারম্যান বলেন, যেসব পরিবার দীর্ঘদিন ধরে কর দিয়ে আসছেন তাঁদের ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত করছে সরকার। কারণ এ করের ওপর দেশের উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
নজিবুর রহমান বলেন, ‘আয়করের টাকা ব্যবহার করে উন্নয়ন হচ্ছে। আমরা মুখ্য সমন্বয়ক মহোদয়কে নিয়ে, নৌপরিবহন সচিব মহোদয়কে নিয়ে চট্টগ্রামের যে সম্ভাবনাময় এলাকা, বিভিন্ন এলাকা দেখছি, তার মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর একটি। এটাতে আমাদের মুখ্য সমন্বয়ক মহোদয় আগামী ১০০ বছরে কী উন্নয়ন হবে, তার একটি রূপরেখা নিয়ে চিন্তা করছেন।’