লক্ষ্মীপুরে নেতার জন্মদিনের অনুষ্ঠান নিয়ে মারামারির ঘটনায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, গত সোমবার (৩০ অক্টোবর) রাতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক আলাউদ্দিনের জন্মদিনের অনুষ্ঠানে বাধা দেওয়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু তালেবের অনুসারীরা অনুষ্ঠান করতে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে লাঠি সোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।
এছাড়া এসময় মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার-টেবিল ভাংচুর করা হয়।