বিরাট-আনুশকার সম্পর্কের নেপথ্য কে এই ‘খান’!

ক্রিকেট ও সিনেমার মানুষদের মধ্যে যে দুরন্ত সম্পর্ক হতে পারে, তা ফের প্রমাণ করেছেন তারা। তারা অর্থাৎ বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। কিন্তু তাদের প্রেমের মূলে রয়েছেন এক ‘খান’। সেই বিশেষ মানুষটি না থাকলে নাকি এতটা কাছাকাছি হতে পারতেন না বিরুষ্কা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, একটি বিজ্ঞাপনে প্রথম আনুশকার সঙ্গে দেখা হয় তার। তারপর গড়ে উঠে সম্পর্ক।কিন্তু ইংল্যান্ড সিরিজে তার ব্যর্থতার কারণে ট্রোলড হতে হয় আনুশকাকে। বিরাটকে দর্শকরা এমনও বলেন যে, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই।

সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তখন নাকি এই সম্পর্ককে মজবুত করতে এগিয়ে আসেন সাবেক ক্রিকেটার জাহির খান।
বিরাটের কথায়, ‘‘আমি এটা নিয়ে প্রথম জাহিরের সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল, সম্পর্ক হলে তা লুকানোর কোনও প্রয়োজন নেই। কারণ এটা তো অপরাধ নয়। এই পরামর্শের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।’’

জন্মদিনের ঠিক আগেই সাক্ষাৎকারের মাধ্যমে আরও একবার জাহিরকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা