বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়া উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে মানুষের ঢল নেমেছে। আজ শনিবার দুপুরে এ সমাবেশ শুরু হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর এখন উদ্যানের বিশাল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন শিল্পীরা।
সমাবেশস্থল ঘুরে দেখা যায়, দুপুরের আগ থেকেই দলে দলে উদ্যানে প্রবেশ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে প্রবেশ করছে। অনেককেই দেখা গেছে, নৌকার অবকাঠামো নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে।
সমাবেশস্থলে উপস্থিত লোকজনের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যান প্রকম্পিত করছেন। সমাবেশে আসা আওয়ামী লীগের খিলগাঁও থানাস্থ ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদূর রাজ্জাক রুবেল বলেন, সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে নেতাকর্মীরা প্রবেশ করছে এবং আপামর সর্ব সাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিচ্ছে।
এদিকে সমাবেশস্থলে মূল মঞ্চের সামনে শিল্পীদের গান গাইতে দেখা যায়। গানের তালে তালে অনেককেই নাচতে দেখা সমাবেশ উপলক্ষে শাহবাগ, টিএসটি, মৎস্যভবন, হাইকোর্ট, প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তারা। সমাবেশস্থলে প্রবেশের আগে প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের নাগরিক সমাজের পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তার দু’ধারে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ সংবলিত ছবি এবং ভিডিও চিত্র। সমাবেশ উপলক্ষে ঢাকা সিটি করপোরেশন এসব ব্যানার, ফেস্টুন এবং ভিডিও চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে।