গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকার হিরোইনসহ আটক ২

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে অপস্ অ্যান্ড ইন্টিলিজেন্স সেল-৪ এর বগুড়া জোনের একটি দল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মানিক (৪০) ও একই গ্রামের মন্জুর রহমানের ছেলে নাজিম।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মটরগাড়ী থামিয়ে তাদের দেহ তল্লাশি চালিয়ে রেজাউলের কাছে ২০০ গ্রাম, নাজিমের কাছে ৩০০গ্রাম, মোট ৫০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।