হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে ছিটকে পড়ল গাড়ি – চালকসহ তিনজন আহত

রাজধানীর হাতিরঝিলে দ্রুত গতির একটি প্রাইভেটকার ব্রিজের রেলিং ভেঙে নিচে ছিটকে পড়েছে। গতকাল সোমবার রাতে মহানগর আবাসিক এলাকার দুই নম্বর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধারের পর তা পুলিশ হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে একটি কালো রঙের এলিয়ন ব্রান্ডের একটি প্রাইভেটকার দ্রুত গতিতে হাতিরঝিল ২ নম্বর ব্রিজের উঠার চেষ্টা করে।
ওই সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি রেলিং ভেঙে ব্রিজের নিচে সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে চালকসহ তিনজনকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, গাড়িটির মালিক শেখ মো. সাদমান নামের এক যুবক। তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ফায়ার কর্মীরা ওই দু’জনকে ঘটনাস্থলে পাননি।