ফারুকীর ছবিতে ভিন্ন রূপে জাহিদ হাসান

বাংলাদেশের বিতর্কিত ও বহুল আলোচিত ভিন্নধারার চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘স্যাটারডে আফটারনুন বা শানিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ছবিটি অভিনয়ের কথা নিজেই জানিয়েছেন জাহিদ।
বছরের প্রথম দিন জাজা মাল্টিমিডিয়ার এক ফেসবুক লাইভে এসে এ তথ্য নিশ্চিত করেন তিনি। স্যাটারডে আফটারনুন ছবিটির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সেই লাইভে বলেন, স্যাটারডে আফটারনুন ছবিটি একটি আন্তর্জাতিক মানের ছবি হতে যাচ্ছে বাংলাদেশে, ভারত ও জার্মানি থেকে ছবিটি প্রযোজনা করা হবে। ছবিতে দেশি ও বিদেশী নামকরা অভিনেতা, অভিনেত্রীরা অংশ নিবেন।
নিজের চরিত্র প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, বেশ কিছুদিন ধরেই শানিবার বিকেল ছবিটি নিয়ে পরিচালক, প্রযোজকদের সঙ্গে কথা হচ্ছিল। ছবির স্ক্রিপ্ট শুনেই ভেতর থেকে অভিনয়ের সাড়া পাই। চরিত্রের প্রয়োজনে প্রথমবারের মত মুখের দাঁড়িটাও বড় করতে হয়েছে। শুরুতে অনেকে বিশ্বাস করেনি যে বাংলা ছবির জন্য লুকে এত বড় পরিবর্তন কেউ করতে পারে। যাইহোক চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য সৎভাবে চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন।
এদিকে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, স্যাটারডে আফটারনুন ছবিটির শুটিং শুরু হয়েছে। জানুয়ারি মাসের শেষ পর্যন্ত শুটিং হবে।