ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরীফুল হক মৃত্যুবরণ করেছেন।
বুধবার ( ২৪ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী এএসএম মিজানুর রহমান।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে গত সপ্তাহে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জন্ম নেওয়া শরীফুল হক আনসার বাহিনীতে চাকরি করতেন।
প্রয়াত মেয়র আনিসুল হকের বাবার ইন্তেকাল
