শাহরুখ খানের ভক্তরা নড়েচড়ে বসতে পারেন। শিগগিরই ডন হিসেবে আবারও তাঁকে দেখা যাবে বড় পর্দায়। কারণ, ডন ছবির তৃতীয় কিস্তি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। পিটিআইর বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি। অবশ্য ডনের দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার পর থেকে শোনা যাচ্ছিল এর তৃতীয় কিস্তি নির্মাণ করা হবে। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ১৫ বছর পূর্তি উপলক্ষে তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার রিতেশ সিধওয়ানি। সম্প্রতি তিনি পিটিআইকে বলেন, ‘আমরা ডন থ্রি নিয়ে খুব কঠোরভাবে চিন্তা করছি। স্ক্রিপ্ট এখন লেখা হচ্ছে। আমরা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করব।’
ফারহান আখতার ডন সিরিজের প্রথম ও দ্বিতীয় কিস্তি নির্মাণ করেছিলেন। তৃতীয় কিস্তিও তিনি নির্মাণ করবেন। কবে নাগাদ ‘ডন-৩’-এর কাজ আরম্ভ হবে? ফেসবুকে প্রশ্নোত্তর পর্বে এক ভক্তের করা এমন প্রশ্নের উত্তরে ফারহান বলেন, ‘আশা করি দ্রুতই শুরু হবে। ব্যতিক্রম কিছু হতে চলেছে। তাড়াতাড়ি এ বিষয়ে জানতে পারবেন।’
অমিতাভ বচ্চন অভিনীত প্রথম ‘ডন’ মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। চন্দ্র ভারত পরিচালিত ছবিটি তখন তুমুল জনপ্রিয়তা পায়। সেই সঙ্গে বক্স-অফিসে রাজত্ব করে। এরপর ২০০৬ সালে ফারহান আখতার সেই ছবির রিমেক করেন। তবে গল্পে কিছুটা পরিবর্তন করা হয়েছিল। ২০১১ সালে ফারহান আখতার নির্মাণ করেন ‘ডন ২’। দুটিতেই অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।