কক্সবাজারের উখিয়া থেকে ১১ বিদেশি নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার সকালে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে এঁদের আটক করা হয়।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিদেশিদের আটক করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে দুপুরের দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে ওই বিদেশিদের আটক করা হয়।
আটক বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য ও ইতালির দুজন করে এবং নেদারল্যান্ডস, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের একজন করে নাগরিক আছে।
মেজর রহুল আমিন আরো জানান, সকালে উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এসময় ওই বিদেশিদের কাগজপত্র যাচাই করা হয়। কিন্তু আটক ব্যক্তিদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। শুধু পাসপোর্টের ফটোকপি ছিলো। তাই তাঁদের আটক করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ১১ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।