আজকের রাশিফল (২৪-০২-২০১৮)

আজ ১২ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ এবং ৭ জমাদিউস সানি ১৪৩৯ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা : ৬, আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা : ৬ ও ৭। শুভ বার : সোম ও শুক্র। শুভ রত্ন : হীরা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আপনি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। পুরোনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। নিজেকে প্রমাণ করার চেষ্টা অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা আছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎফুল্লবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অনঅভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে অধিক যত্নবান হোন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক যোগাযোগ অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মনের কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতায় উপকৃত হতে পারেন।