বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা।
শুক্রবার রোজা রাখার মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এই প্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহেরি খাবেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টা ৪৬ মিনিটে সেহেরির শেষ সময়। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। শনিবার সেহেরির শেষ সময় ভোররাত ৩টা ৪৫ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।
সভায় জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১৭ মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, সিরাজ উদ্দীন আহমেদ, আলহাজ্জ মিজবাহুর রহমান চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম আমিনউল্লাহ নূরী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান মোঃ আনছার আলী, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জাফর উল্লাহ খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু
