অভিবাসী হিসেবে বসবাসের জন্য শ্রেষ্ঠ দেশ সুইডেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ৮০টি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমতা এবং শ্রমবাজারের মূল্যায়নের ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করেছে। যেখানে তালিকার শীর্ষে রয়েছে সুইডেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কানাডা ও সুইজারল্যান্ড।
এদিকে, অস্ট্রেলিয়া ও জার্মানি রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে। এছাড়া, শীর্ষ ১০ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে নরওয়ে, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক।
এই সমীক্ষায় ব্যবসার সেতুবন্ধন ও সাধারণের মতামত নেয়া হয়েছে বলে জানা গেছে।