রান্নায় অপরিশোধিত পানি ব্যবহার করায় রাজধানীর ধানমণ্ডির কেএফসি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে কেএফসিতে এই অভিযান পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী অভিযানে ম্যাজিস্ট্রেট দেখতে পান, যে ফিল্টার থেকে পানি পরিশোধন করে রান্না করা হয় সেটি কাজ করছে না।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘কেএফসিতে ব্যবহৃত পানি পিউরিফাইড (পরিশোধিত) না। আমরা রান্নাঘরে গিয়ে দেখতে পাই কেএফসির ফিল্টারটি কাজ করছে না। সব খাবার অপরিশোধিত পানি দিয়ে রান্না হচ্ছে। এজন্য তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
সারওয়ার আরও বলেন, ‘কেএফসিতে ক্রেতারা অতিরিক্ত মূল্য দিয়ে খাবার খান। প্রাইস লিস্টে দেখলাম একটি চিকেন ফ্রাই তৈরিতে তাঁদের ৩১ টাকা ৭৫ পয়সা খরচ হয়, অথচ তাঁরা ক্রেতাদের কাছে ১৩৯ টাকায় এটা বিক্রি করছেন। এত টাকা নেওয়ার পরেও কেন তাঁরা অপরিশোধিত পানি দিয়ে রান্না করবেন!’