জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন সাকিব-মাশরাফি

বাংলাদেশের টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে আভাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভা শেষে ব্রিফিংয়ের শুরুতেই এ তথ্য প্রকাশ করেন মন্ত্রী।

পরিকল্পনমন্ত্রী জানান, দুজনই তাদের নিজের নির্বাচনী এলাকা থেকে অংশ নেবেন। সাকিব আল হাসান মাগুরা এবং মাশরাফি বিন মুর্তজা করবে নড়াইল থেকে। তবে কোন দলের হয়ে নির্বাচন করবেন তারা- এটা মন্ত্রী জানাতে চাননি। মন্ত্রী তাদের জন্য সাংবাদিক ও দেশবাসীর কাছে দোয়া এবং ভোটারদের কাছে ভোট চাইলেন। তিনি বলেন, মাশরাফি খুব ভালো মানুষ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোজার দিন আমি মিথ্যা কথা বলব না। আমি সব জানি, কিন্তু এখন বলব না কোন দলের হয়ে। এ বিষয়ে আর কোনো কিছু বলব না। মন্ত্রী আরো বলেন, মাশরাফি বিপিএলে আমার দলের (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।

মন্ত্রী রসিকতা করে বলেন, ও প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করলো, পরের বার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড।

পরিকল্পনামন্ত্রী বলেন, ওদের এখন নির্বাচন করার বয়স হয়েছে। ওদের এখন পরিণত বয়স। আমি তো প্রথম নির্বাচন করি ৪৮ বছর বয়সে।