‘পোড়ামন ২’ এবার ভারতে

ঈদের চতুর্থ সপ্তাহে এসে দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে চলছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। এরই মধ্যে ভারতের কলকাতায় মুক্তির উদ্দেশ্যে সেখানে রপ্তানি করা হচ্ছে সময়ের আলোচিত এই ছবি। কলকাতার প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কাছে (এসভিএফ) রপ্তানি করা হচ্ছে এটি। ৫ জুলাই বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে রপ্তানির অনুমোদনের চিঠি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাতে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘চিঠি পেয়েছি। আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে ছবিটি ভারতে রপ্তানি করব। আমদানি করা ছবি হিসেবে মুম্বাইয়ে এর সেন্সর হবে। এরপর পশ্চিমবঙ্গজুড়ে এসভিএফের পরিবেশনায় ছবিটি মুক্তি পাবে।’

‘পোড়ামন ২’ ভারতের পশ্চিমবঙ্গে মুক্তির বিষয়ে এসভিএফ থেকেও নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুজন কর্ণধারের একজন রবি শর্মা কলকাতা থেকে মুঠোফোনে জানান, ‘ছবিটি বাংলাদেশে ভালো যাচ্ছে। আমরাও এখানে মুক্তি দিতে চাইছি। এখন সেন্সর হয়ে মুক্তি পেতে মাসখানেক লাগতে পারে। এসভিএফ থেকে যুক্তরাজ্যেও ছবিটি মুক্তির পরিকল্পনা করছি।’

এদিকে মাসখানেকের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটি মুক্তির কথাবার্তা চলছে বলে জানান আবদুল আজিজ। তিনি বলেন, কান উত্সবের সময় যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট এলএলসি নামে একটি প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

‘পোড়ামন ২’ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, বাপ্পারাজ, আনোয়ারা, সাঈদ বাবু প্রমুখ।