জবির শিক্ষকবাহী বাসে পরিবহন শ্রমিকদের হামলা-ভাংচুর

জগন্নাথ বিশ্ববিদ্যালেরয় (জবি) শিক্ষকবাহী বাসে হামলা ও ভাংচুর করেছে পরিবহন শ্রমিকরা। এতে বাসটির সামনের ও আশপাশের বেশ কয়েকটি গ্লাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, জবির শিক্ষক বহনকারী (৯ নং) বাসটি শিক্ষক পৌঁছে দিয়ে ফেরার পথে গুলিস্তান-ফুলবাড়িয়া এলে আকষ্মিকভাবে পরিবহন শ্রমিকরা ইট পাটকেল নিয়ে বাসের ওপর হামলা চালায়। এ সময় আশপাশে থাকা অন্য শ্রমিকরা লাঠি দিয়ে গ্লাস ভাঙতে থাকে। এতে করে বাসটির সামনে ও আশপাশের বেশ কয়েক জায়গায় ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমাকে এখনও ফরমালি এ ব্যাপারে জানানো হয়নি। ফেসবুক ও সাংবাদিকদের মাধ্যমে জানার পর স্থানীয় পুলিশকে খতিয়ে দেখার জন্য বলছি। এ ব্যাপারে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।