আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তার আসনে (সিলেট সদর) ছোট ভাই এম এ মোমেনের জন্য মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করবেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। আমার আসনে আমার ভাইয়ের জন্য মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করব।’
নির্বাচনে ভাইয়ের সমর্থক হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো।’
মুহিত আরো বলেন, ‘নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ, আমি তো আর নির্বাচন করব না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
বর্তমান সরকারের নেতৃত্বে গঠিত নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে উল্লেখ করেন তিনি।