নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও

নরসিংদীর মধাবদীতে ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টা থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ আবুতাহের দেওয়ান।

তিনি বলেন, মাধবদী পৌর এলাকায় ছোট গদাইরচর মহল্লার আফজাল হোসেনের ৭ তলা বাড়ি এবং শিলমান্দি ইউনিয়নের শেখেররচ মাজার গেট এলাকার একটি ৫ তলা ভবনে নব্য জেএমবির আস্তানা সন্দেহে বাড়ি দুটি পুলিশ ঘেরাও করে রেখেছে। এখানে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত টিম, এল আইসি টিম, বগুড়া জেলা পুলিশ ও মাধবদী থানার পুলিশ কাজ করছে।