দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল-ঢাকা সহ সকল রুটের নৌ চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ কারণে বরিশাল সহ দক্ষিনাঞ্চল থেকে সোমবার রাতে ঢাকার উদ্দেশে কোনও লঞ্চ ছেড়ে যায়নি এবং ঢাকা থেকেও বরিশাল সহ দক্ষিনাঞ্চলের উদ্দেশ্যে কোনও লঞ্চ ছাড়েনি।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকাগামী লঞ্চগুলোর যাত্রা বাতিল হওয়ায় বরিশাল নদী বন্দরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। এদের মধ্যে দূরদূরান্তের যাত্রীরা নদী বন্দরে আশ্রয় নিলেও কাছাকাছি দূরত্বের যাত্রীরা নিজ নিজ উদ্যোগে গন্তব্যে আবার কেউ বাড়ি ফিরে গেছেন।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে সোমবার দিনভর কখনও গুড়িগুড়ি আবার কখনও মাঝারী ধরনের বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার ইউসুফ আলী জানিয়েছেন, মৌসুমী নিম্নচাপ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপের প্রভাবে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং অভ্যন্তরীণ নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এছাড়া সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮.০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ৭৯.০২ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া বড় ধরনের কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার ইউসুফ আলী।