আপনাকে যদি প্রশ্ন করা হয় ‘আপনি ঘুরতে যেতে ভালোবাসেন কিনা তাহলে এক বাক্যে আপনার উত্তর হবে ‘হ্যাঁ! কেন না? আমি ঘুরতে যেতে খুবই পছন্দ করি।’ কিন্তু এর পরের প্রশ্নেই যদি বলা হয়, তাহলে কোথায় কোথায় ঘুরেছেন বা নিয়মিত বেড়ানো হয় কিনা তখনই আপনি বলবেন, ‘কীভাবে? টাকা কই এত?’
সাকিব নিলয় নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেটি বলছেন অন্য কথা। তিনি বলতে চান, ভ্রমণ করতে টাকা লাগে না। লাগে ইচ্ছা! তিনি শুধু বলেই ক্ষান্ত থাকেন নি, তিনি দায়িত্ব নিয়েছেন প্রমাণেরও। ‘৫০০ টাকা চ্যালেঞ্জ’ শিরোনামে তার যাত্রা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দেশের বিভিন্ন অঞ্চল মাত্র ৫০০ টাকাতেই ভ্রমণ করে দেখাবেন তিনি। প্রতিটি ট্রিপের ওপর হবে একটি ইউ টিউব ভিডিও।
নিলয়ের প্রথম চ্যালেঞ্জ ভিডিওটি ছিল চট্টগ্রাম ট্যুর নিয়ে। মাত্র ৫০০ টাকা পকেটে নিয়ে বের হতে দেখা যায় তাকে এখানে। এই টাকাতেই তিনি ঘুরে আসেন দেশের সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা খৈয়াছড়া এবং হালের ক্রেজ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে।
এমন একটা চ্যালেঞ্জ গ্রহণের কারণ জানতে চাইতে নিলয় বলেন, “যখনই কোনো বন্ধুকে বলি চল ঘুরতে যাই একটা কমন উত্তর আসে ‘দোস্ত টাকা নাই’। এটা আমার ক্ষেত্রে না মোটামুটি সবার ক্ষেত্রেই। কিন্তু ঘুরে বেড়ানোর জন্য আসলে টাকা তেমন বড় প্রভাব ফেলে না। ইচ্ছা শক্তিটাই আসল।”
“অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে যে ঘুরতে কাঁড়ি কাঁড়ি টাকা লাগে। তাদের এই ভুল ধারণা ভাঙ্গানোর জন্যই আমার এই উদ্যোগ। তাছাড়া বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে অনেকেই তা জানে না। তাদেরকে জানানো এবং সেখানে যাওয়ার জন্য যে বিশাল অংকের ব্যয় করতে হবে না সেটা বোঝাতেই আমার এই ভিডিও করা।”
চট্টগ্রাম তো হলো এরপর কোথায় যাচ্ছেন চ্যালেঞ্জ নিয়ে এমন প্রশ্ন করা হলে নিলয় জানান, নির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো করেন নি তিনি। তবে অনেক জায়গাই আছে যা ৫০০ টাকায় ঘুরে আসা যায় আর একে একে সেটা তিনি দেখাবেন।
এমন আর কোন কোন জায়গা আছে জানতে চাইলে নিলয় বলেন, “বরিশালের পেয়ারা বাগান, নওগাঁ এর পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, সিলেটের বিছানাকান্দি, দিনাজপুরের কান্তজী মন্দিরসহ এমন অনেক জায়গাই আছে যেখানে ৫০০ টাকাতেই ট্যুর কমপ্লিট করতে পারবেন আপনি।”
নিলয়কে প্রশ্ন করি, আপনার মতো অন্যরাও যদি এমন ভ্রমণে বেড়িয়ে পড়তে চায় তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? তিনি বলেন, “একটা বিষয়ই খেয়াল রাখতে হবে। সেটা হলো পরিকল্পনা। জায়গাটি সম্পর্কে খোঁজ নিয়ে আগেই পরিকল্পনা করে ফেলুন।”
তাহলে আর কি? ফেসবুকে অন্যের ঘুরে বেড়ানোর ছবি দেখে দুঃখ না পেয়ে নিজেই বেরিয়ে পড়ুন। ইন্টারনেটে পছন্দের জায়গা সম্পর্কে জেনে নিন। অভিজ্ঞদের কাছ থেকেও তথ্য নিতে পারেন। সাজিয়ে ফেলুন নিজের ভ্রমণের ছকটি, কাঁধে ব্যাগ নিন আর নেমে পড়ুন পথে। হতাশা ভুলে সাড়া দিন প্রকৃতির আনন্দময় ডাকে!