পাটুরিয়া দৌলতদিয়ায় আটকা পড়েছে ৪ শতাধিক ট্রাক

পাটুরিয়া দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক ট্রাক। প্রচণ্ড বাতাসে নদী উত্তাল থাকার কারণে এই নৌরুটে প্রায় ১২ ঘণ্টা বড় ফেরি চলাচল বন্ধ থাকায় এই জটের সৃষ্টি হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, সকালের দিকে নদীতে অতিরিক্ত বাতাস থাকায় নদী বেশ উত্তাল হয়ে উঠে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সারাদিন বড় ফেরিগুলোর চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যার দিকে বাতাস কমে গেলে পুনরায় বড় ফেরিগুলো চলাচল করতে শুরু করে।

তবে দৌলতদিয়া ফেরিঘাটের ৪টি ঘাট পন্টুনের মধ্যে তিন নম্বর ঘাটটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে সেখানে এখনো বড় ফেরিগুলোর লোড আনলোড করা সম্ভব হচ্ছে না