দেখে নিন এই সপ্তাহের সেরা চাকরি
১. এসএসসি পাসেই বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস।
যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।
এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। এসএসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল
জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)
এসএসসি/সমমানের সব বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
টোপাস
ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
অযোগ্যতা
বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃতরা আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সীমা জানতে ভিজিট করুন : bangladesh.gov.bd
২. এইচএসসি পাসেই বাংলাদেশ রেলওয়েতে চাকরি
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী লোকোমাস্টার পদে ৪৩ জনকে ও এমএস পদে ২০ জনকে নিয়োগ দেবে।
পদের নাম
সহকারী লোকোমাস্টার এবং এমএস
যোগ্যতা
সহকারী লোকোমাস্টার
বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।
এমএস
বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আবেদন ফরম www.railway.gov.bd-এই ওয়েবসাইট থেকে এ-৪ সাইজের কাগজে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালের মধ্যে ‘চিফ পার্সোনাল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’-এর দপ্তরে পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুন : bangladesh.gov.bd
৩. ২০ পদে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে (এইচইডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ে সাতটি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী।
যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
আবেদন প্রক্রিয়া
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট (www.hed.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালের মধ্যে ‘প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ওইচইডি), ১০৫-১০৬, মতিঝিল বা/এ, ঢাকা’ বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৯ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন bangladesh.gov.bd
৪. অষ্টম শ্রেণি পাসেই ফায়ার সার্ভিসে চাকরির সুযোগ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ড্রাইভার পদে ৯৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
পদের নাম
ড্রাইভার
যোগ্যতা
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি
বুক : ন্যূনতম ৩২ ইঞ্চি
ওজন : ন্যূনতম ১১০ পাউন্ড
বেতন
৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আবেদন ফরম www.fireservice.gov.bd-এই ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদনপত্রসহ ২৯ অক্টোবর, ২০১৭ তারিখ এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীরা ৩০ অক্টোবর, ২০১৭ তারিখ সকাল ৮টায় শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নম্বর গোলচত্বর), ঢাকায় উপস্থিত হতে হবে।
সূত্র : bangladesh.gov.bd