যে কারণে ওপেনিংয়ে ব্যাট করতে নামেননি তামিম

পচেফস্ট্রুম টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ বাংলাদেশকে ব্যাট করতে নামতে দেখে অনেকেই অবাক হয়েছেন। চা-বিরতির পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। এর চেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে, বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ওপেনিংয়ে ব্যাট করতে নামেননি। বাংলাদেশের প্রথম ইনিংসে উদ্বোধনীতে ব্যাট করতে নামেন ইমরুল কায়েস ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে, কী কারণে তামিম ওপেনিংয়ে ব্যাট করতে নামেননি? এর কারণ হচ্ছে, তামিম বেশ কিছুক্ষণ ফিল্ডিং করেননি। তাই নিয়ম অনুযায়ী তিনি যতক্ষণ মাঠের বাইরে ছিলেন, ততক্ষণ তিনি ব্যাটিংয়ে নামতে পারবেন না। টেস্ট অভিষেকের পর এবারই প্রথম ওপেনিংয়ে নামতে পারেননি তামিম।

অবশ্য দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচ খেলার সময় তামিম চোট পেয়েছিলেন। তাঁর মাংসপেশিতে টান লাগায় সে ম্যাচে খেলতে পারেননি। যে কারণে ম্যাচের প্রথম ইনিংসে তামিম পুরো সময় ফিল্ডিং করতে পানেননি।

তামিম ওপেনিংয়ে নামতে না পারায় বাংলাদেশের ব্যাটিংয়েও কিছুটা প্রভাব পেড়ছে। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলাতে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে তারা। লিটন ২৫ রান করে সাজঘরে ফিরলেও ইমরুল মাত্র ৭ রান করে তরুণ পেসার রাবাদার শিকার হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৪ ওভারে ৫১ রান তুলেছে দুই্ উইকেট হারিয়ে। পিচে আছেন মুশফিকুর রহিম ও মুমিনল হক।