আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর ধরেই বেশ চমক জাগানিয়া নাম মুস্তাফিজুর রহমান। অসাধারণ কিছু সাফল্য এনে দিয়ে সারা ক্রিকেট দুনিয়া মাত করে দিয়েছেন তিনি। সম্প্রতি চোট থেকে সেরে উঠেছেন তিনি। তাই গত কয়েকটি সিরিজে খুব বেশি উজ্জ্বলতা ছাড়াতে না পারলেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াতে পারেন এমন আট তরুণ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় আছেন কাটার-মাস্টারও। শুধু তাই নয়, এক প্রতিবেদনে বাংলাদেশি পেসারের বেশ প্রশংসা করেছে আইসিসি।আইসিসির এই তালিকায় আছেন বাংলাদেশের মুস্তাফিজ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ভারতের জসপ্রীত বুমরা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডে স্যাম বিলিংস।
আইসিসির এক প্রতিবেদনে মুস্তাফিজের প্রশংসা করে বলা হয়েছে, ‘মুস্তাফিজ এরই মধ্যে নিজেকে ভালোভাবেই চিনিয়েছে। বাংলাদেশের জন্য বড় একটা সম্পদ সে। তাকে বলা হয়, অফ কাটারের শিল্পী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে একটা আদর্শ হতে পারে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও সে ভালো কিছু করতে পারে।’আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের বয়স খুব বেশি হয়নি। মাত্র দুই বছর হবে। এই অল্প সময়ে তিনি যে ভেল্কিগুলো দেখিয়েছেন, তাতে শোরগোল পড়ে গেছে ক্রিকেটবিশ্বে। গত বছরের আইপিএলের সময় পুরো ক্রিকেটবিশ্বই মেতেছিল মুস্তাফিজ-বন্দনায়। চোটের কারণে মাঝে কিছুটা সময় চুপসে গিয়েছিলেন তিনি। বেশ কয়েক মাস বিরতির পর মাঠে ফিরলেও নিজেকে যেন ঠিক খুঁজে পাচ্ছিলেন না ফিজ।তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দারুণ বোলিং করে পুরোনো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুস্তাফিজ। ৯ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩৩ রান। নিয়েছেন দুটি উইকেট।