অর্থ উদ্ধারে হলমার্ক চালু দরকার : সোনালী ব্যাংকের এমডি

ঋণ জালিয়াতির মাধ্যমে হলমার্ক গ্রুপের আত্মসাৎ করা সোনালী ব্যাংকের পুরো অর্থ উদ্ধার করতে হলে প্রতিষ্ঠানটি চালু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

আজ বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ মন্তব্য করেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘হলমার্কের যে পরিমাণ ঋণ, আমরা এটা সবাই জানি, এটা ওপেন সিক্রেট যে সে পরিমাণ সম্পদ নাই। ইন্ডাস্ট্রি যদি অপারেটিভ থাকত ১২ সালের পরে আজকে ১৭ সাল, এই পাঁচ বছরে কিন্তু কিছু না কিছু হইলেও টাকাটা আসত। এটার সমাধান দুই রকম আছে। একটা হচ্ছে দুদক (দুর্নীতি দমন কমিশন) এবং কোর্ট থেকে যদি এ দুজনকে জামিনে মুক্তি দিয়ে তাদের প্রজেক্টটা চালাতে দেওয়া হয়, তাঁদের পাসপোর্ট সিজ (জব্দ) করে বিদেশযাত্রা রহিত করে এই কাজটা করা যেতে পারে। তাদের হাতে ম্যানেজমেন্ট (প্রশাসন) দেওয়া যেতে পারে।’

তবে হলমার্ক চালু করতে হলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন হবে বলে মনে করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ। তিনি বলেন, ‘দ্বিতীয় বিকল্প আছে আপনি প্রশাসক নিয়োগ করতে পারেন। যদি আজকে পলিটিক্যাল ডিসিশন হয় যে এই ফ্যাক্টরিটা চালানো হবে তাহলে ওই ডিসিশনটা নিয়ে আমাকে দুদকের মাধ্যমে কোর্টে যেতে হবে।’
হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটিতে অনেক সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে বলে এ সময় জানান ব্যবস্থাপনা পরিচালক। এ জন্য ব্যাংকটিতে খেলাপি ঋণের হার কমে এসেছে বলেও দাবি করেন তিনি।