রেলওয়েতে ১৭৭ জন নিয়োগ

বাংলাদেশ রেলওয়ে দুইটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরমধ্যে টিকিট কালেক্টর গ্রেড-২ পদে ৮১ জন এবং বুকিং সহকারী গ্রেড-২ পদে ৯৬ জনসহ মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা পদগুলোতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। টিকিট কালেক্টর পদের প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি থাকতে হবে। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

পদগুলোতে নিয়োগপ্রাপ্তরা ৯,৭০০/- ২৩,৪৯০/ টাকা স্কেলে বেতন ভাতা পাবেন।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে ‘চীফ পার্সোনেল অফিসার/ পশ্চিম, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী’ ঠিকানায়। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১৬ নভেম্বর।