নৌবাহিনীতে বেসামরিক কর্মকর্তা নিয়োগ

বেসামরিক পদে কর্মকর্তা নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে

বাংলাদেশ নৌবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী ৬টি পদের জন্য মোট ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ-
ক) অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট (সিএসও-২) : ১টি
খ) প্রোগ্রামার (সিএসও-২) : ১টি
গ) লাইব্রেরি অফিসার (সিএসও-৩) : ১টি
ঘ) ইন্সট্রাক্টর (সিএসও-৩) : ১টি
ঙ) অ্যাসিস্ট্যান্ট নেভাল স্টোর অফিসার (এএনএসও) (সিএসও-৩) : ১টি
চ) জুনিয়র সাইন্টিফিক অফিসার (সিএসও-৩) : ১টি

আবেদনের ঠিকানা: পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩

আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর