ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য উদ্যোমী, সৃজনশীল এবং স্বপ্রণোদিত হয়ে কাজ করতে আগ্রহী তরুণদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটিজি, ডাটা অ্যানালাইসিস, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিকস, ইকোনোমিক্স, ল’, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪ স্কেলে ৩.৫ থাকতে হবে। ৩১ অক্টোবর ২০১৭ তারিখে প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
এমটিও পদে নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছরে প্রবেশনারি অবস্থায় মাসিক ৫০,০০০/ টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে সিনিয়র এক্সিকিউটিভ পদে পদোন্নতি, মাসিক ৬০,০০০/ টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ers.bdjobs.com/applications/dsebd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবে।