ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ডাকাতদলের সদস্য। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।
কসবা থানার ওসি মো: মহিউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে তাদের কাছে খবর আসে, টিঘরিয়া গ্রামে নির্জন রাস্তার মোড়ে মুখোশ পরা একদল লোক ডাকাতির জন্য অবস্থান নিয়েছে। এরপর পুলিশের দুটি দল সেখানে অভিযান চালালে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে মুখোশ পরা অজ্ঞাতপরিচয় ডাকাতের লাশ উদ্ধার করা হয়।
এ সময় চার পুলিশ আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি রামদা, দুটি মুখোশ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।