মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, নিখোঁজ ১১

মালয়েশিয়ার পেনাং প্রদেশের নির্মাণাধীন ভবনে ভূমিধসে তিনজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১১ শ্রমিক। তাঁরা  বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ভূমিধসের ঘটনা ঘটে।

পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোক্তার জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দুজন ইন্দোনেশিয়ার, অপরজন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র দাতুক মাইমুনা বলেছেন, ‘কী কারণে ভূমিধসের ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। কয়েক দিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে।’

এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই ৪৯ তলা দুটি ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।