সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এরশাদ দেশে ফিরছেন সোমবার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে হাসপাতাল থেকে হোটেলে উঠেছেন।

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতাল থেকে হোটেল প্যানপ্যাসিফিক হোটেলে উঠেন।
সোমবার এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।

সিঙ্গাপুর থেকে একই হোটেলে অবস্থাররত দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা টেলিফোনে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদ এখন সুস্থ। আগামী ৩০ অক্টোবর বিকেলে এরশাদ দেশে ফিরবেন বলেও তিনি জানান।

গত ২০ অক্টোবর সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে এরশাদের সফল অস্ত্রোপচার হয়েছে।

সিঙ্গাপুরে এরশাদের সাথে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, তার সহধর্মিনী নাসরিন জাহান রত্না এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তার সহধর্মিনী মেহজুন্নেসা রহমান টুম্পা, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু ও আমানত হোসেন আমানত অবস্থান করছেন।

এছাড়াও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, পানি সম্পদ মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এটিইউ তাজ রহমান অসুস্থ এরশাদকে দেখতে সিঙ্গাপুর গিয়েছিলেন।