শেখ হাসিনাকে ২১ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে : শিল্পমন্ত্রী

শেখ হাসিনা বাঙালী জাতিকে একটি লক্ষ্যে পৌঁছে দিয়েছেন দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে ২১ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। আজকে সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা একজন আন্তর্জাতিক নেত্রী হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। তার কারণ তিনি বাঙালী জাতিকে একটি লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।

আজ শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন।

বাংলাদেশকে এশিয়ার উদীয়মান বাঘ আখ্যায়িত করে শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিশ্বব্যাংকের র‌্যাকিং অনুযায়ী ইতোমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলছে।

তিনি বলেন, আজকে এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে দেখছেন বিশ্ববাসী। পদ্মাসেতু ও পায়রা বন্দর নিজস্ব অর্থায়নে হচ্ছে, এটা সমগ্র পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছেন।

জাতীয় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি আমির হোসেন আমু আরো বলেন, স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছেন, তখনই একাত্তরের পরাজিত শত্রুরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে এ দেশের ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা নিছক একটি ব্যক্তিকে হত্যা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি চক্রান্ত। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম

ঝালকাঠি কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ।