যাঁরা শ্রদ্ধা কাপুরকে রোমান্টিক চরিত্রে দেখে অভ্যস্ত তাঁরা এবার কিছুটা হকচকিয়ে যেতে পারেন তাঁর নতুন ‘হাসিনা পার্কার’ ছবির টিজার দেখে। গত ১৬ জুন টিজারটি ইউটিউবে মুক্তি পায়। এরপর থেকেই শ্রদ্ধা কাপুর প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন। টিজারে শ্রদ্ধাকে ভিন্ন রূপে দেখা গেছে— গায়ে বোরখা, চুল টেনে বাঁধা, নাকফুল— এসবই শ্রদ্ধা কাপুর অন্যান্য ছবির চরিত্র থেকে পৃথক করেছে। ভক্তরা তাঁকে এমন চেহারায় দেখতে অভ্যস্ত নন।
অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটিতে শ্রদ্ধা কাপুর ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত কাপুর। দাউদ ইব্রাহিমের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাস্তব জীবনেও শ্রদ্ধা ও সিদ্ধান্ত ভাইবোন। প্রথমবারের মতো তাঁরা এক সঙ্গে অভিনয় করছেন। হাসিনার স্বামী ইসমাইল পার্কারের চরিত্রে অভিনয় করছেন অঙ্কুর ভাটিয়া। মূলত ১৯৯১ সালে স্বামী ইসমাইল পার্কার খুন হওয়ার পর অপরাধ জগতে পা রাখেন হাসিনা।
প্রথম দিকে হাসিনা পার্কারের চরিত্রে সোনাক্ষী সিনহার অভিনয় করার কথা থাকলেও বিতর্কিত বিষয়ের কারণে তিনি অভিনয় করতে রাজি হননি। এরপর শ্রদ্ধা কাপুরকে প্রস্তাব দেওয়া হলে তিনি লুফে নেন। হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা তিনি প্রমাণ করে দিলেন। অন্তত টিজার দেখে এমনটা বোঝা যায়। আগামী ১৭আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।