ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই তো আলাদা উত্তেজনা। আর সেটা যদি চ্যাম্পিয়নস ট্রফির মতো আসরে হয় তাহলে তো পোয়াবারো। এই সুযোগে বিজ্ঞাপনের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয় সম্প্রচার স্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেলগুলো। ব্যতিক্রম হয়নি এবারও। চ্যাম্পিয়নস ট্রফির সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসে কয়েক সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিতে ১০ গুণ বেশি অর্থ প্রদান করতে হচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকে। এমন তথ্যই জানিয়েছে, ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।
ভারত-পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচটির আগে স্টার স্পোর্টসে ১০ লাখ রুপি দরে বিজ্ঞাপনের স্লট বিক্রি হচ্ছিল। তবে ফাইনাল ম্যাচ উপলক্ষে বিজ্ঞাপনের স্লটের দাম বেড়ে যায় কয়েকগুণ। ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য ম্যাচের সময় এক কোটি রুপি খরচ করতে হয়েছে।
আর হবেই বা না কেন, টেলিভিশনে এই ম্যাচটি দেখার জন্য চোখ রাখবে বিশ্বের প্রায় ৩৩ কোটি মানুষ। দর্শক সংখ্যার বিচারে ক্রিকেট বিশ্বে এটি একটি রেকর্ড। এর আগে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচটা দেখেছিলেন ৫৫ কোটি ৮০ লাখ মানুষ। এখন পর্যন্ত এটি বিশ্বরেকর্ড। সেই বিশ্বকাপেই ভারত-পাকিস্তান সেমিফাইনাল ছিল সর্বোচ্চ টিভি দর্শকের তালিকায় দ্বিতীয়। টেলিভিশনের পর্দায় সেই ম্যাচটা দেখে প্রায় ৫০ কোটি মানুষ। এর আগে ২০০৮ সালে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছিলেন ১০০ কোটি মানুষ। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ দেখেন ৫৩ কোটি দর্শক।
৩০ কোটি মানুষ ম্যাচটা দেখবেন বলে বিজ্ঞাপনের আকাশছোঁয়া দাম ডেকেছে স্টার স্পোর্টস। তাতে অবশ্য খুব একটা আপত্তি দেখায় না বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো।