শেখ হাসিনা জেনারেশনের জন্য রাজনীতি করেন: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য নয়, পরবর্তী জেনারেশনের জন্য রাজনীতি করেন।
মঙ্গলবার বিকালে রাজশাহী সড়ক জোনের সভাকক্ষে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টোকহেল্ডারদের এক পর্যালোচনা সভায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের পক্ষ থেকে এখনও কোনো প্রার্থীকেই গ্রিনসিগন্যাল দেয়া হয়নি।
কক্সবাজার যাবার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বেগম জিয়া অক্ষত, তার গাড়িও অক্ষত, তার নেতারাও অক্ষত। কিন্তু আক্রান্ত হয়েছে সাংবাদিকদের বহনকারী গাড়ি। কারণ সাংবাদিকরা আক্রান্ত হলে নিউজের আকার বড় হয়। তবে বেগম জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা অবশ্যই নিন্দনীয়। আমরা ঘটনার নিন্দা জানিয়েছি। তদন্তও হচ্ছে। পরীক্ষা, নিরীক্ষা, যাচাই-বাছাই ও তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।