‘হালদা’ ছবির গানে মোশাররফ-তিশার রোমান্স

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। ছবিতে রয়েছে মোট ছয়টি গান। এর মধ্যে ‘নোনাজল’ শিরোনামে একটি গান গতকাল সোমবার ইউটিউবে প্রকাশ হয়েছে।

গানটিতে মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশাকে দেখা যায়। গানটি প্রকাশের একদিনের মধ্যে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশিবার দেখা হয়েছে।

পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদের কথায় গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও পিন্টু ঘোষ। গানের সুরও করেছেন পিন্টু ঘোষ নিজেই। ছবির বাকি পাঁচটি গান ধীরে ধীরে ইউটিউবে প্রকাশ হবে বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ।

ছবিতে মোশাররফ করিম ও তিশা ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, রুনা খান প্রমুখ। আজাদ বুলবুলের গল্প থেকে ছবির চিত্রনাট্য করেছেন তৌকীর আহমেদ। ছবিতে ‘হালদা’ নদীর যেমন গল্প আছে, তেমনি একজন নারীর জীবনসংগ্রামও দেখা যাবে বলে জানান পরিচালক।

তৌকীর আহমেদ পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘জয়যাত্রা’ ও ‘অজ্ঞাতনামা’।

https://www.youtube.com/watch?v=UP8sfyQJLWs