নরসিংদীর শিবপুরে স্কুলছাত্রী আজিজা খাতুনকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি তার চাচি বিউটি বেগম (২৬) ও তার এক সহযোগীকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বিশ্বনাথ থানাধীন মীরেরগাঁও গ্রাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপরজন হলেন সানোয়ারা বেগম (৫০)। তিনি হত্যা মামলার ৪ নম্বর আসামি।
আজ মঙ্গলবার সিলেট র্যাব-৯-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।