দুইদিনের সরকারি সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার রাজশাহী যাচ্ছেন। সফরসূচি অনুসারে বুধবার দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। এদিন বিকেলে তিনি কারাবন্দী জীবনের স্মৃতি বিজড়িত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড পরিদর্শন করবেন।

এছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন পদ্মাপাড়ের অপরূপ সৌন্দর্য মণ্ডিত ‘টি-বাঁধ’ পরিদর্শন এবং নৌকা ভ্রমণের কথা রয়েছে তার। পরদিন বৃহস্পতিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সেনানিবাসের ১নং প্যারেড কমান্ডো ব্যাটেলিয়ানকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা)’ প্রদান করবেন এবং ওইদিন বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘১৯৭৭ সালের মে মাস থেকে নভেম্বর পর্যন্ত রাজনৈতিক বন্দি হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বাসিন্দা ছিলেন। এবার রাজশাহী সফরের সময় তিনি ওই কারাগার পরিদর্শন করবেন।’
রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী লিটন আহম্মেদ বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগমন উপলক্ষে টি-বাঁধের কিছু সংস্কার ও সাজসজ্জা করা হয়েছে। তিনি বিকেলে টি-বাঁধ পরিদর্শনে আসার কথা রয়েছে। এখানে তিনি কিছু সময় কাটাবেন এবং নৌকায় পদ্মা ভ্রমণ করবেন।’