বাংলাদেশ জাতীয় দলের তরুন ফাস্ট বোলার তাসকিন আহমেদ বিয়ে করলেন।
মঙ্গলবার মোহাম্মদপুরের লালমাটিয়ায় তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার পৈতৃক বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল অনুষ্ঠিত হয়।
তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছর ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এছাড়াও তাদের দুজনের বাসাই মোহাম্মদপুরে।
বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তবে মাশরাফি বিন মুর্তজা গিয়েছিলেন তাঁর পরিবারকে নিয়ে।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফর শেষে গত সোমবার দেশে ফেরেন তাসকিন আহমেদ।