সিলেটে নাসির ‘শো’ চলছেই

নাসির হোসেনকে অনেকেই দুর্ভাগা ক্রিকেটার মনে করেন। দারুণ সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও জাতীয় দলে নিজের জায়গাটা পোক্ত করতে পারছেন না তিনি। এর অন্য একটা কারণ হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলে সাকিব-মিরাজ-মোসাদ্দেকের মতো দারুণ আরো কয়েকজন অলরাউন্ডার রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে অবশ্য বরাবরই দারুণ নাসির। এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করছেন তিনি। প্রথম ম্যাচে হট ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলছে সিলেট। দুটি ম্যাচেই বল হাতে অনবদ্য নাসির হোসেন।

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম ওভারটাই করেন নাসির। মেহেদী মারুফের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে সিলেটকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক। এরপর এভিন লুইসকে ফিরিয়ে দিয়ে সিলেটের জয়ের গল্পের নায়কও বনে যান নাসির। চার ওভারে দেন মাত্র ২১ রান। দুটি উইকেটও তুলে নেন তিনি।

দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বল করেছেন নাসির। চার ওভারে মাত্র ১৮ রানে নেন একটি উইকেট। আজও দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। নাসিরের গড়টা অবিশ্বাস্য, ১৩!

দক্ষিণ আফ্রিকা সফরটা মোটেও ভালো কাটেনি তাইজুলের। তবে বিপিএলে আবার স্বরূপে ফিরেছেন এই স্পিনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চার ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। মারলন স্যামুয়েলস, জস বাটলার, লিটন দাসদের মতো ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে  ভালো বল করেছিলেন এই স্পিনার।