তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রানা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন মারা গেছেন। আজ রবিবার দুপুরে তিনি মারা যান। ঢাকা মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানান। তিনি বলেন, রানার মত একটি তরুণ প্রাণ অকালে ঝরে যাওয়ার খবর কোন ভাবেই মেনে নিতে পারছি না। এই বয়সটা তো চলে যাবার নয়, এই বয়স তো বন্ধু আর স্বজনদের নিয়ে উল্লাস আর উদ্যমে মেতে উঠার সময় ছিল।
তিনি রানার মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক জানান ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।