নাসিরকে সতর্ক করল বিসিবি!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনাটা দারুণ হয়েছে সিলেট সিক্সার্সের। আসরের প্রথম দুই ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে তারা। দলের এই সাফল্যে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নাসির হোসেন। যখন ভক্ত-সমর্থকদের কাছ থেকে প্রশংসা শুনছেন, ঠিক তখনই একটি হতাশার খবর পেলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে সতর্ক করেছে।

আজ রোববার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসরের উদ্বোধনী ম্যাচের টস করতে ছয় মিনিট দেরি হয়েছিল। দলের খেলোয়াড় তালিকা দিতে দেরি করেন অধিনায়ক। তাই নির্ধারিত সময়ে টস হতে পারেনি।

ম্যাচের আচরণবিধি ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে নাসিরকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সিলেট সিক্সার্স অধিনায়ক। নাসিরের সঙ্গে অভিযুক্ত হন সিলেটের ম্যানেজার জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।

এ ব্যাপারে ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। ফলে তাঁদের সর্বনিম্ন শাস্তি দেয় বিসিবি।