প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন ইনু পাঙ্গাস খাবেন না চিতল

গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আলোচনার এক পর্যায়ে উঠল ১৪ দলের শরিক জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গ।

স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চাইলেন, ইনু, সাহেবের কী হয়েছে?

মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীকে জানালেন, ‘আপনার সঙ্গে তিনি দেখা করতে পারেন না। ১৪ দলে তেমন পাত্তা পান না। সেই ক্ষোভ প্রকাশ করেছেন।’

স্বাস্থ্যমন্ত্রীর উত্তরের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বললেন, ‘এমন হওয়া ঠিক না। ১৪ দলের শরিকগুলো হলো স্বাধীনতার পক্ষের শক্তি। এর মধ্যে কোনো ভাঙ্গন আমি দেখতে চাই না। দলের শরিকদের মধ্যে কথার লড়াই আর কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আপনি কিছুদিনের মধ্যেই ১৪ দলের একটি সভা ডাকুন, যেখানে আমি অংশ নেব।’

স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানালেন, অগামী কয়েকদিনের মধ্যেই ১৪ দলের সভা ডাকা হবে।

এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বললেন, ‘আর হ্যাঁ, ইনু সাহেবের সঙ্গে যোগাযোগ করে জানতে চান, তিনি পাঙ্গাস খাবেন নাকি চিতল?’

স্বাস্থ্যমন্ত্রী বিদায় নিতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করলেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের কাছে নির্দেশ গেল ১৪ দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। সাধারণ সম্পাদক বার্তা পেলেন দলীয় সভাপতির।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী ফোনে যোগাযোগ করেছেন ইনুর সঙ্গে। ১৪ দলের বৈঠকের কথা জানালেন তাঁকে। পরক্ষণেই স্বাস্থ্যমন্ত্রী জানতে চাইলেন, ‘ইনু ভাই, পাঙ্গাস খাবেন নাকি চিতল?’