দুই বাংলার শিল্পীদের নিয়ে মিক্সড অ্যালবাম ‘জীবন গাড়ি’

বতর্মান সময়ের মিডিয়া প্লান্ট সবার কাছে পরিচিত একটি নাম। এই কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের অনেক নবীন শিল্পীর আগমন ঘটেছে সঙ্গীত শিল্পী হিসেবে। এবার মিডিয়া প্লান্ট নিয়ে এলো দুই বাংলার শিল্পীদের নিয়ে মিক্সড অ্যালবাম ‘জীবন গাড়ি’।

এই অ্যালবামের নামকরণ করা হয়েছে বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাসুদ রানার গাওয়া ও মারুফ মুন্নার সুর/সংগীতে ‘জীবন গাড়ি’ শিরোনামে গানটি দিয়ে।
অ্যালমাবটিতে থাকছে মোট ১২টি গান। এর মাঝে কলকাতার শিল্পীদের গানের পাশাপাশি থাকছে বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী পলাশ এর গান। আরো থাকছে মলয় ঘোষসহ নতুন প্রজন্মের আরো অনেকের গান।
মিডিয়া প্লান্ট এর সত্ত্বাধিকারী মারুফ মুন্না অ্যালবামটির সর্বাঙ্গিন সফলতা ব্যক্ত করে বলেন এটি একটি ভিন্নধর্মী প্রচেষ্টা আশা করি এই অ্যালবামটি সবার মন ছুয়ে যাবে। জীবন গাড়ি গানটি সম্পর্কে তিনি বলেন আমার লেখা গানটি মাসুদ রানার অসাধারণ গায়কিতে প্রাণ খুঁজে পেয়েছে।