জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আগামী বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
আজিজুল হক বলেন, ‘হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী দুজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আগামী বুধবার বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে।’
প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন হেফাজত ইসলামের চট্টগ্রাম নগর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবি, মাওলানা নাছির উদ্দিন, ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে মার্কিন পণ্য বর্জনসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।