ডিএনডির জলাবদ্ধতা স্থায়ী নিরসনে সেনাবাহিনীর কাজ শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতর জলাবদ্ধতা স্থায়ী নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আজ শুক্রবার বিকেল থেকে কাজ শুরু করেছে। নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে এই কাজের উদ্বোধন করেছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৫৬ কোটি টাকা।

মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বললেন, চলতি অর্থবছরে একনেক এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রয়োজন হলে অর্থের বরাদ্দ আরো বৃদ্ধি করা হবে। পুরো কাজটিই সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন হবে। খাল ও রাস্তার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খনন ও রাস্তা পুনরায় নির্মাণ করা হবে। বনায়ন করা হবে খালের দুই ধারে। রঙিন বাতি দিয়ে আলোকিত করা হবে। থাকবে ফোয়ারা। এই সৌন্দর্য দেখার জন্য বাইরে থেকে লোক আসবে।

ডিএনডি বাঁধের ভেতর শুধু নারায়ণগঞ্জের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) অংশেই প্রায় ২০ লখ মানুষের বসবাস। রপ্তানিমুখী পোশাক কারখানাসহ ছোট-বড় সহস্রাধিক শিল্প কারখানা রয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কয়েকশ। আন্তর্জাতিক মানের খানসাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামও এখানেই। সেই তুলনায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার রাস্তা, পয়োনিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটেনি।

বাঁধের ভেতরের ২২টি খাল দুর্বৃত্তায়নের শিকার হয়ে পানিনিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ তো রয়েছেই। সামান্য বৃষ্টির পানিতেই অনেকের বাড়ি, রাস্তাঘাট তলিয়ে যায়। সেই পানি জমে থাকে মাসের পর মাস। তখন মানুষের দুর্ভোগের অন্ত থাকে না।

ষাটের দশকের শেষের দিকে তৎকালীন পাকিস্তান সরকার কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ডিএনডি বাঁধ নির্মাণ করেছিল। কালের আবর্তে বিলুপ্ত ঘটেছে কৃষি প্রকল্প। গড়ে উঠেছে আবাসিক ও শিল্প কারখানা।

আগামী দুই বছরের মধ্যেই ডিএনডির এই জলাবদ্ধতার অবসান হবে আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। উদ্বোধনকালে তিনি বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের জলাবদ্ধতা নিষ্কাশনের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ‘ডিএনডির প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর কারণে প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ। ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্প হলেও এজন্য যদি আরো টাকার প্রয়োজন হয়, সে টাকাও সরকার ব্যবস্থা করবে।

উদ্বোধনের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য আবু হোসেন বাবলা ও সানজিদা খানমসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।