শিশু কেরোসিন খেয়ে ফেললে কী করবেন ?

কেরোসিন বিষক্রিয়া আমাদের দেশের শিশুদের মধ্যে, বিশেষ করে গ্রামের শিশুদের মধ্যে খুব বেশি ঘটে। এ কারণে মা-বাবাদের সব সময় এ বিষয়ে সাবধান হতে হবে।

কী করে বুঝবেন ?

  • শিশুর মুখের ভেতরটা পুড়ে যেতে পারে।
  • শিশুর শ্বাস-প্রশ্বাসে কেরোসিনের গন্ধ পাওয়া যাবে।
  • শিশুর নাক-মুখ দিয়ে কেরোসিন বের হতে পারে।
  • নাড়ির গতি দ্রুততর হবে।

কী করবেন ?

  • পাকস্থলীতে কেরোসিনের ঘনত্ব কমিয়ে আনার জন্য শিশুকে দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স পাঁচ বছরের বেশি হলে দুই গ্লাস দুধ খেতে দিতে হবে।
  • শিশু কেরোসিন খাওয়ার পর বমি করে ফেললে তা যেন ফুসফুসে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে শিশুকে উপুড় করে, মাথা কিছুটা নিচের দিকে রেখে শোয়াতে হবে। কারণ, কেরোসিন ফুসফুসে গেলে শিশুর নিউমোনিয়া হতে পারে।
  • এর পর প্রাথমিক চিকিৎসার পরে শিশুকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিতে হবে এবং অবশ্যই নিউমোনিয়া প্রতিরোধের জন্য একটি অ্যান্টিবায়োটিক দিতে হবে।

কী করবেন না

  • শিশুর কেরোসিন বিষক্রিয়া এড়াতে হলে কেরোসিন কখনোই শিশুর নাগালের মধ্যে রাখবেন না।
  • কেরোসিন বিষক্রিয়া হয়ে গেলে কখনই গলাতে আঙুল দিয়ে বা অন্য কোনোভাবে শিশুকে বমি করানোর চেষ্টা করবেন না। এতে শিশুর গলা-মুখ পুড়ে যেতে পারে।
  • আক্রান্ত শিশুকে চিৎ করে শোয়াবেন না।